আমার বাংলাদেশ পার্টি ( এবিপার্টি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবি পার্টি থেকে জামালপুর – ৩ ( মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে ঈগল প্রতীকে মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার লিপসন মিয়া। সোমবার ( ১৯ জানুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলা জামায়তের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। এসময় উপজেলা জামায়তের আমীর মাওলানা নুরল আমিনসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ তাকে গলায় ফুলের মালা পড়িয়ে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়তের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন। ইঞ্জিনিয়ার লিপসন আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও জামালপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টি থেকে জামালপুর – ৩ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। নির্বাচন করতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কিনেছিলেন মনোনয়ন ফরমও। জামায়াতের সাথে এবি পার্টির জোট করায় জামায়াতের প্রার্থী মজিবুর রহমান আজাদীর সম্মানে মনোনয়ন ফরম জমা দেননি লিপসন৷ জামায়াতে যোগদান করা ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন,জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আমি আজ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। ভবিষ্যতেও জামায়াতের সাথে কাজ করতে চাই। উপজেলা জামায়তের আমীর মাওলানা নুরল আমিন বলেন,এবি পার্টির নেতা ইঞ্জিনিয়ার লিপসন মিয়া একসময় শিবিরের রাজনীতি করতেন। এবি পার্টি ছেড়ে আজ আমাদের দলে যোগদান করেছে। আমরা তাকে স্বাগত জানিয়েছি। স্বৈরাচার ও তাদের সহযোগী ছাড়া যে কোন দলের লোকজন আমাদের দলে আসতে চাইলে তাদের স্বাগতম।
মন্তব্য করুন