আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার উপকূলীয় কয়রা উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নৌবাহিনীর পক্ষ থেকে ফুট পেট্রোলিং ও সচেতনতামূলক মাইকিং করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কন্টিজেন্ট কর্মকর্তা লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে একটি টিম কয়রা সদরসহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় এই কার্যক্রম পরিচালনা করে। একই সময়ে উপজেলার সুন্দরবন ঘেঁষা দক্ষিণ বেদকাশী ইউনিয়ন এবং আমাদী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর পৃথক কয়েকটি দল ফুট পেট্রোলিং ও জনসচেতনতামূলক প্রচারণা চালায়। অভিযানে মূলত আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকা ও মাদকের বিস্তার রোধ এবং ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের দুর্ভোগ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
টহল চলাকালীন নৌবাহিনীর পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়, নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতামূলক তৎপরতা, চাঁদাবাজি বা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ্য করা হবে না। যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
নৌবাহিনীর এই বিশেষ তৎপরতায় উপকূলীয় জনপদের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর এই টহল অপরাধ প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে আস্থার সৃষ্টি করছে।
মন্তব্য করুন