বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) এমপি পদপ্রার্থী ঘোষণা গোপালগঞ্জে জেলা পরিষদের আয়োজনে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতা রায় জুনে এলো তৃতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স “যেসব খাবার খেতে পারেন মনভরে, ওজন না বাড়িয়ে” “পৃথিবীতে কলকাতার মতো আর কোনো শহর নেই”- জয়া আহসান মার্কিন সহায়তা বন্ধ হলে মৃত্যু ঝুঁকিতে পড়বে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ ইনসাফভিত্তিক ও মানবিক দেশের প্রতিষ্ঠার সময় এখনই: তারেক রহমান “আবু সাঈদের নামে দিবস পালনে সমস্যা কী?” নড়াইলে সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের মধ্যে ৪১ জন নিহত ও ৯৯ জন আহত

সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন মা, উদ্ধার করলো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩০৩ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বেরুবাড়ী ব্রিজ থেকে এক মা তার ৫ বছরের শিশু সন্তানকে পানিতে ফেলে দিয়েছেন।

পরে প্রত্যক্ষদর্শীরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে মাকে আটক করে ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেয়। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোতালেব সরকার বিষয়টি নিশ্চিত করেন। বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মো. মোতালেব সরকার জানান, উদ্ধারকৃত ঐ শিশুটির বাড়ি ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘুঘুরাম এলাকার বালারহাট বাজারের পাশে।

তার স্বামীর নাম খোকন বলেও জানান তিনি। তবে ঐ শিশুটি সাথে থাকা নারী সাধারণ জিজ্ঞাসাবাদে কোন প্রশ্নের উত্তর না দিলেও শিশুটি ঐ নারীকে কে মা বলে ডাকছে।

শিশুটিকে উদ্ধারের পর এখন দুজনকে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মোতালেব সরকার। স্থানীয়দের ৯৯৯ এ ফোন দেয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেশ্বরী থানা পুলিশ।

থানার এএসআই বিনয় রায় ঘটনাস্থল থেকে জানান, শিশুটিকে ঐ নারী ব্রিজের উপর থেকে ১৫/২০ ফুট নীচে নালার পানিতে ফেলে দেন।

এরপর খুব দ্রুত প্রত্যক্ষদর্শীরা শিশুটিকে উদ্ধার করে এবং ঐ নারীকে আটক করে। অভিযুক্ত নারীর পরিবারকে হাজির করে শিশুটিকে সহ তাদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense