কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বেরুবাড়ী ব্রিজ থেকে এক মা তার ৫ বছরের শিশু সন্তানকে পানিতে ফেলে দিয়েছেন।
পরে প্রত্যক্ষদর্শীরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে মাকে আটক করে ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেয়। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোতালেব সরকার বিষয়টি নিশ্চিত করেন। বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মো. মোতালেব সরকার জানান, উদ্ধারকৃত ঐ শিশুটির বাড়ি ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘুঘুরাম এলাকার বালারহাট বাজারের পাশে।
তার স্বামীর নাম খোকন বলেও জানান তিনি। তবে ঐ শিশুটি সাথে থাকা নারী সাধারণ জিজ্ঞাসাবাদে কোন প্রশ্নের উত্তর না দিলেও শিশুটি ঐ নারীকে কে মা বলে ডাকছে।
শিশুটিকে উদ্ধারের পর এখন দুজনকে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মোতালেব সরকার। স্থানীয়দের ৯৯৯ এ ফোন দেয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেশ্বরী থানা পুলিশ।
থানার এএসআই বিনয় রায় ঘটনাস্থল থেকে জানান, শিশুটিকে ঐ নারী ব্রিজের উপর থেকে ১৫/২০ ফুট নীচে নালার পানিতে ফেলে দেন।
এরপর খুব দ্রুত প্রত্যক্ষদর্শীরা শিশুটিকে উদ্ধার করে এবং ঐ নারীকে আটক করে। অভিযুক্ত নারীর পরিবারকে হাজির করে শিশুটিকে সহ তাদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত