বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

রাতের আঁধারে সাংবাদিকের লেবু বাগানের গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২৯ Time View

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে এক সাংবাদিকের লেবু বাগানের প্রায় ৩৫-৪০ টি ফুল ও ফল ধরা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ মার্চ) ভোর রাতে কালকিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের পাংগাশিয়া এলাকায় ঘটনা ঘটে।এ ঘটনায় কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী দৈনিক কালবেলা পত্রিকার কালকিনি প্রতিনিধি রনি আহমেদ নিপুল অভিযোগ করে বলেন,ছোট একটা জায়গায় তিনি বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক লেবু গাছের চারা রোপণ করেছিলেন। ওই চারা গুলো বাড়ন্তের সময় দুর্বৃত্তরা রাতের আঁধারে লেবু বাগানের ফুল ও ফল ধরা গাছগুলো কেটে ফেলে বাগান নষ্ট করে দিয়েছে।

এ ঘটনায় আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।কেউ শত্রুতাবসত আমার এ ক্ষতি করে থাকতে পারে। আজ গাছ কাটছে অন্যদিন আরও বড় ঘটনা ঘটাতে পারে।তাই আমি সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নেব।

এলাকাবাসীরা জানান,গতরাতে সেহরী খাবার কিছুক্ষণ আগে আনুমানিক ৩ টার দিকে দা দিয়ে কিছু কোপানোর শব্দ পান তারা।তবে ডাকাত আতংকে কেউ বাইরে বের হবার সাহস করেনি।সকালে উঠে দেখে গাছ গুলো কারা যেন কেটে ফেলেছে।গাছের সাথে এমন শত্রুতা করায় সবাই ধিক্কার জানায়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন,”রাতের আঁধারে সাংবাদিকের বাগানের লেবু গাছ কাটার বিষয়টি জেনেছি।ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense