জামালপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাসিন হাসান ( ১৩)। ইতালী প্রবাসী বাবা ও গৃহিনী মায়ের পরিবারের সন্তান সে। ক্যাডেট কলেজে ভর্তি পরিক্ষা -২০২৫ এর চুড়ান্ত ফলাফলে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।
তাসিন হাসান মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া মধ্যপাড়া এলাকার রাজিবুল হাসান রাজিবের ছেলে। তার বাবা একজন প্রবাসী ও মা একজন গৃহিনী। দুই ভাই বোনের মধ্যে তাসিন হাসান বড়। তার এই সফলতায় উচ্ছ্বাসিত পরিবার এবং গ্রামবাসী।সোমবার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।
পরিবারের প্রথম সন্তান হওয়ায় বাবা-মায়ের কাছে তাসিন বেশ আদরের। মেধাবী শিক্ষার্থী তাসিন হাসান বলেন, আমার সফলতার পেছনের বড় কারিগর আমার বাবা-মা।
আমার জন্য তারা দিনরাত পরিশ্রম করেছেন। তাদের আলোয় আমি আলোকিত হয়েছি। আমি পড়াশুনা শেষ করে দেশের জন্য কাজ করতে চাই। পরিবার ও গ্রামবাসীর মুখ উজ্জ্বল করতে চাই।
তাসিন হাসান এর বাবা ইতালী প্রবাসী রাজিবুল হাসান রাজিব বলেন, আমি দুর প্রবাসে থাকায় আমার সন্তানের জন্য সময় দিতে পারিনি। তবুও আমার একমাত্র ছেলে ক্যাডেট কলেজে ভর্তি পরিক্ষায় চান্স পেয়ে আমার ও আমাদের স্বপ্নপূরণ করেছে।
মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ছেলের জন্য সকলের কাছে দোয়া চাই সে যেন একজন ভালো সেনা কর্মকর্তা হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে।
Leave a Reply