বর্তমানে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি এখন ফ্যাশন ও শখেরও অংশ। তবে এই প্রিয় ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। গ্রাহকদের এই সমস্যাকে মাথায় রেখে গুগল একটি নতুন ফিচার নিয়ে আসছে, যা মোবাইল চোরদের জন্য হবে বেশ ঝামেলার।
এই নতুন ফিচারটি চালু থাকলে, কোনো অ্যাপ ব্যবহার করতে চাইলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক পরিচয় দিতে হবে। অর্থাৎ চোর যদি আপনার পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড জেনেও যায়, তবুও স্পর্শকাতর অ্যাপগুলো ব্যবহার করতে পারবে না। অ্যান্ড্রয়েডের এই ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি এটি নিশ্চিত করবে।
অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ ফিচার অনুসরণে গুগল এই ফিচারটি অ্যান্ড্রয়েডে নিয়ে আসছে। ‘আইডেন্টিটি চেক’ চালু থাকলে যেকোনো অ্যাপ খোলার সময় বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রয়োজন হবে, এমনকি সাধারণ পিন বা পাসওয়ার্ড দিয়েও যদি অ্যাপ খুলতে চাওয়া হয়। সম্প্রতি গুগল এই ফিচারটির ঘোষণা দিয়েছে।
এতেই শেষ নয়; কোনো চোর যদি ফোন চুরি করে পালিয়ে যেতে চায়, তাহলেও তাকে ঠেকানো যাবে। ফোনটি যদি দৌড়ানো বা গাড়িতে চলাচল শনাক্ত করে, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে ‘ডিটেকশন লক’ মোড চালু করবে, ফলে চোর ফোনটি খুলতে পারবে না।
চলতি কয়েক দিনের মধ্যেই এই ফিচার বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে, যা মোবাইল চোরদের জন্য হয়ে উঠবে এক বড় চ্যালেঞ্জ, আর ব্যবহারকারীদের জন্য বড় এক স্বস্তি।
Leave a Reply