সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সবজির দামে স্বস্তি, চড়া ডিম মুরগির বাজার বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস যে কারণে আরএকে সিরামিকের ত্রাণের ১০ লাখ টাকা ফিরিয়ে দিল বিএনপি

না’গঞ্জে ১২ ব্যবসায়ী সংগঠনের ৪ দাবি

অনলাইন রিপোর্ট
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

ব্যবসায়ীদের কোন দল নাই। ব্যবসায়ীরা রাষ্ট্রের সম্পদ। ব্যবসায়ীরা ভালো থাকলে রাষ্ট্রের অর্থনীতি ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে।

কতিপয় দুষ্কৃতিকারীরা ছাত্র-জনতার অর্জনকে ম্লান করার জন্য সন্ত্রাসী চাঁদাবাজিতে নেমেছে। বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দখল, ব্যবসায়ীদের হুমকি, চাঁদাবাজি শুরু করেছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জে জাতীয় ও স্থানীয় ১২টি ব্যবসায়িক সংগঠনের ব্যবসায়িরা এসব কথা বলেন।

ব্যবসায়িরা আরও বলেন, এমনিতেই দেশের অর্থনীতি ধ্বংসের পথে। বিগত তিন মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ লাখ। ব্যবসা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। তাই দেশের স্বার্থে ছাত্র-জনতাকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতকারীদের হঠাতে হবে।

 

ব্যবসায়ীদের সমস্যার সমাধান এবং ব্যবসার ক্ষেত্র তৈরি করার দায়িত্ব ব্যবসায়ী সংগঠনগুলির। বিগত ১৬ বছর কতিপয় ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তাদের পছন্দের কিছু লোক দিয়ে সংগঠনগুলি পরিচালনা করেছে, যেখানে সাধারণ ব্যবসায়ী সদস্যদের কোন ভূমিকা ছিল না বরং তারা জিম্মি ছিল।

তাই পূর্বের সকল কমিটি ভেঙে দিয়ে দুই মাসের জন্য অ্যাড হক কমিটি গঠন করতে হবে। যারা দুই মাসের মধ্যে সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণে সাধারণ ব্যবসায়ীদের মধ্য থেকে তাদের নেতা তৈরি করবে।

মতবিনিময় সভায় পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়িরা ৪ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যৌথ বাহিনীর অভিযান পরিচালনা, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা নেওয়ার পূর্বে তদন্ত করে সঠিক ঘটনা যাচাই ও মামলা নেওয়ার সময় অজ্ঞাতনামা তালিকা দেখানো যাবে না। এবং ব্যবসায়িক সংগঠনগুলির কমিটি ভেঙে দিয়ে ব্যবসায়ীদের মধ্য থেকে নতুন কমিটি গঠন করতে হবে।

ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম সারোয়ার সাঈদ, বিকেএমইএর সদস্য আবু জাফর আহমেদ আবুল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিএফ)’র জেলা সভাপতি অধ্যাপক ইলিয়াস মোল্লা, সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি পরিতোষ কান্তি সাহা, সদস্য কমল সাহা, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল ডাইস কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক শাফায়াত আলম ফয়সাল, পরিচালক সালাউদ্দিন আহমেদ।

ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য গোলাম হায়দার কবির, সাবেক পরিচালক আরিফ দিপু, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, চিটাগাংরোড হাজী বদরুদ্দীন শপিং কমপ্লেক্সের মার্কেটের সভাপতি হাবিবুর রহমান, হোসিয়ারি সমিতির সদস্য খলিলুর রহমান খান, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশন (বিডকোয়া)’র দপ্তর সম্পাদক ফজলুল হক উজ্জ্বল, সদস্য নুরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুস সাত্তার আনসারী, বাংলাদেশ এলিভেটর এক্সেলেটর এন্ড লিফট ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সদস্য মো. ইব্রাহীম মোল্লা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মো. নিজাম উদ্দীনসহ অনেকে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category