রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে সীমা আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে নেয়া হলে অস্ত্রোপাচারের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।
এরপর মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাতে নবজাতক ও আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে ওই নারীর মৃত্যু হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ওই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। নিহত নারীর স্বামী জুয়েল জানান, গতকাল মঙ্গলবার রাতে তার শ্বশুরবাড়িতে ধারালো অস্ত্র নিয়ে একজন যুবক প্রবেশ করে। এ সময় ওই যুবক সীমাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
নিহত নারীর বাবা জানান, এ ঘটনার পর রাতেই সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিজারের মাধ্যমে পুত্রসন্তান জন্ম দেয় সীমা। তবে নবজাতকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়।
পরে চিকিৎসকেরা শিশুটিকে (এনআইসিইউ) তে নেয়ার পরামর্শ দেয়। কিন্তু হাসপাতালে এনআইসিইউ ফাঁকা না থাকায় অন্য হাসপাতালে নেয়ার সময় শিশুটি মারা যায়। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Leave a Reply