গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঞ্চল্যকর ওছিকুর হত্যা মামলার প্রধান আসামী অভিযুক্ত কামরুজ্জামান ভূঁইয়া লুটুল (৪৮) এর জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারিক আদালত।
রোববার (৩০ জুন) সকালে গোপালগঞ্জ সদর থানার মামলা নং- ২৩/১৯২ তারিখ ১৭/০৫/২০২৪ ধারাঃ- ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩০২/ ১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এ স্বেচ্ছায় জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন।
শুনানি অন্তে তিনি উক্ত হত্যা মামলায় অভিযুক্ত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মৃত মোতাহার হোসেন ভুইয়ার ছেলে। এর আগে উক্ত মামলায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলায় এজাহারভুক্ত একই গ্রামের মৃত ওদুদ শিকদারের ছেলে মজিবর শিকদার (৬৮) ও মৃত মোসলেম সিকদারের ছেলে ইকবাল সিকদার (৩৮) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
বিজ্ঞ বিচারিক আদালত জামি শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। চাঞ্চল্যকর ওছিকুর হত্যা মামলায় এজাহারভুক্ত ২৩ জন আসামী সহ অজ্ঞাত ৪০/৫০ জন আসামীর মধ্যে এ পর্যন্ত ৩ জন আসামী জেল হাজতে রয়েছেন। এজাহারভুক্ত অন্য আসামীরা মাননীয় হাইকোর্ট কর্তৃক জামিনে রয়েছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশ পরিদর্শক মুহাম্মদ আনিচুর রহমান।
এদিকে, চাঞ্চল্যকর ওছিকুর হত্যা মামলায় আদালতে স্বেচ্ছায় হাজিরের খবর পেয়ে বাদী পক্ষের মূল আইনজীবী গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী এম জুলকদর রহমান ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. মুন্সী আতিয়ার রহমানের নেতৃত্বে অন্যান্য আইনজীবীরা বাদী পক্ষে জামিন শুনানিতে অংশ নিয়ে জামিনে বিরোধিতা করেন।
অপরদিকে, আসামিপক্ষে বারের সিনিয়র আইনজীবী রবিউল ইসলামসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান উক্ত মামলায় অভিযুক্ত কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেলহাতে প্রেরনের নির্দেশ দেন। উল্লেখ্য, নিহত ওছিকুর ভূইয়া গত ৮ মে অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) বিএম লিয়াকত আলী ভূঁইয়ার পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেন। গত ১৪ মে রাত ৮ টার দিকে ওষুধ কেনার জন্য চন্দ্রদিঘলিয়া বাজারে গিয়ে প্রতিপক্ষ নির্বাচনী ফলাফলে প্রভাব বিস্তারকারী বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের দলীয় সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন।
এসময় আরো বেশ কয়েকজন গুলিবৃদ্ধ হয়ে গুরুতর আহত হন।পরে নিহত ওছিকুর ভূঁইয়ার স্বজন, চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলী ভূঁইয়ার নির্বাচনী প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ছবেদ আলী ভূঁইয়া, চন্দ্রদিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাদিউজ্জামান মোল্লা জাবেদ, চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলী ভূঁইয়ার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও চন্দ্রদিঘলিয়াবাসী সম্মিলিতভাবে উক্ত নির্বাচনী ফলাফল বাতিল সহ ওছিকুরের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক একাধিকবার অবরুদ্ধ করে রাখে।
পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আশ্বাসে, ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে আন্দোলন কর্মসূচি তুলে নেন। প্রসঙ্গতঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বি এম লিয়াকত আলী ভূঁইয়া (আনারস প্রতীক) বিপুল ভোটে জয়যুক্ত হলেও অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (টেলিফোন প্রতীক) কামরুজ্জামান ভূঁইয়া লুটুল মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর যোগসাজশে গভীর রাতে নির্বাচনী ফলাফল পাল্টে দেন বলে অভিযোগ রয়েছে এবং এই বিতর্কিত ফলাফল বাতিল ও ওছিকুর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে এ আন্দোলন করেন।
Leave a Reply