বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলছে। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করা হয় এই এর মাধ্যমে। এছাড়া ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে ভিডিও বা বার্তা দিয়ে থাকেন। এতে সেই পোস্টে অনেকেই আবার মন্তব্য করেন ও প্রতিক্রিয়া জানান। আর এসব প্রতিক্রিয়া নোটিফিকেশনের মাধ্যমে জানা যায়।
তবে মাঝে মাধ্যে এসব নোটিফিকেশন বিড়ম্বনার তৈরি করে। অসংখ্য নোটিফিকেশন এলে প্রয়োজনীয় নোটিফিকেশনটি সহজে খুঁজেও পাওয়া যায় না। কিন্তু ব্যবহারকারীরা চাইলে ফেসবুকে অনাকাঙ্ক্ষিত নোটিফিকেশন মুছে ফেলতে পারেন। তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েডপুলিশ ডটকম এর প্রতিবেতন থেকে এই তথ্য জানা গেছে। চলুন নেয়া যাক, কীভাবে ফেসবুক নোটিফিকেশন মুছে ফেলা যায়।
ফেসবুক নোটিফিকেশন মুছে ফেলবেন যেভাবে
কম্পিউটার থেকে নোটিফিকেশন মুছে ফেলার পদ্ধতি
– কম্পিউটারের যেকোনো ওয়েব ব্রাউজারে গিয়ে ফেসবুকের ওয়েবসাইটে যেতে হবে।
– অ্যাকাউন্টে লগইন করে ওপরে ডান দিকে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে।
– এবার বিভিন্ন নোটিফিকেশনের তালিকা দেখা যাবে। যে নোটিফিকেশন মুছে ফেলতে হবে, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে।
– ড্রপডাউন মেনু থেকে রিমুভ দিস নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে।
স্মার্টফোন থেকে
– স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে যেতে হবে।
– ওপরের বেল আইকনে ট্যাপ করতে হবে।
– এবার বিভিন্ন নোটিফিকেশনের তালিকা দেখা যাবে।
– এরপর যে নোটিফিকেশন মুছে ফেলতে হবে, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে।
– পপআপে প্রদর্শিত অপশন থেকে রিমুভ নোটিফিকেশন বাটনে ট্যাপ করতে হবে।
Leave a Reply