চাঁপাইনবাবগঞ্জে ৩টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অভিযানিক দল। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে শহরের বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত হলেন, শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর একাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মোঃ তরিকুল ইসলাম। আজ সকালে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক পেস বিজ্ঞপ্তিতে তথ্য জানাই র্যাব। র্যাব জানায় গ্রেফতার কৃত আসামী এনআই এ্যাক্ট এ ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ২৬,৫০,০০০/- (ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থ দন্ড সহ ০৩টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।
এ ব্যপারে উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।