মাদারীপুর, শিবচর উপজেলায় আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার(১১ নভেম্বর) সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে শিবচর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
জানা গেছে, আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সকালে নেতাকর্মীরা এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি সড়ক ৭১ সহ পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
পড়ে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন পাশার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম।
সভায় বক্তব্য রাখেন শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা। উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান।উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাদবর।সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার।শিবচর
পৌরশাখার সহ সভাপতি হাবিব তালুকদার। বক্তব্য রাখেন শিবচর পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন গোমস্তা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক গৌড়া।আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার দ্বিতীয় খন্ড ইউনিয়ন শাখা। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মীর ঠল সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply