মাদারীপুর জেলার রাজৈরে ভুয়া জন্মসনদ তৈরি করে বিয়ে দেওয়ায় অপরাধে কনের বাবা ও বরকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত রোববার উপজেলার আলমদস্তার গ্রামের সরোয়ার কাজীর ছেলে রুবেল কাজী চৌরাশি বাজিতপুর এলাকার এস্তফা হাওলাদারের ১৫ বছর বয়সী দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করার মাধ্যমে বিয়ে করে। এরপর মঙ্গলবার বিকেলে বর রুবেল কাজীর বৌভাত অনুষ্ঠান চলাকালে আলমদস্তার গ্রামে বরের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে রাতে বর রুবেল কাজীকে ৫০ হাজার টাকা এবং কনের বাবা এস্তফা হাওলাদার ও মা নাসিমা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার জানান, ভুয়া জন্মসনদ তৈরি করে মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা-মাকে ও বিয়ে করার অপরাধে বরকে জরিমানা করা হয়েছে। বাল্য বিয়ের ব্যাপারে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply