শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা; প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতা

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬৯ Time View
লোহাগড়ায় বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা; প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতা

নড়াইলে লোহাগড়া উপজেলায় ইউপি চেয়ারম্যান কতৃক সাংবাদিক হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকাল ৪ টার সময় দূর – দূরান্ত থেকে ছুটে আসা শত শত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দুই শতাধিক স্থানীয় সুশীল সমাজের লোকজন একত্রিত হয়ে,লোহাগড়া উপজেলা পরিষদের সামনে যশোর-কালনা মহাসড়কে অবস্থিত হয়ে,দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও সন্ত্রাসী উপজেলার আলোচিত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনসহ হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবিতে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে হামলার চেষ্টা করে মহড়া দেয় দিঘলিয়ার সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন। সাংবাদিকদের সাহসী পদক্ষেপ আর মৃত্যুর জন্য প্রস্তুত ঘোষণা দেওয়া এবং পুলিশের কারণে সফল হতে পারেনি বোরহানের সন্ত্রাসী বাহিনীরা। পরে মানববন্ধনের উপর হামলার পরিকল্পনা ও সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা গ্রহনে পদক্ষেপ নেওয়ার দাবীতে লোহাগড়া থানায় সাময়িক অবস্থান কর্মসূচী, বিএমএসএস’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সাথে ওসি তদন্তের সন্তোষজনক আশ্বাসের প্রেক্ষিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ থানা প্রাঙ্গন ত্যাগ করেন।

এ সময় হামলাকারীদের গ্রেপ্তার কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, খন্দকার আছিফুর রহমান (বিএমএসএস চেয়ারম্যান), মহাসচিব সুমন সরদার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর দিনার হোসেন, সাথী তালুকদার ভাইস চেয়ারম্যান, প্রশিক্ষণ ও শিক্ষা সম্পাদক লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান,খন্দকার আশিকুর রহমান টনি (খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি) শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক), নাসিম রেজা সভাপতি যশোর জেলা, লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনির খান, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুজ্জামানসহ দূর দূরান্ত থেকে আসা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের লোকজন প্রমুখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category