বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক- পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (৩১ মে) বেলা ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইডিবি) এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে ৪ দফা দাবিতে বক্তব্য রাখেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আতিয়ার রসুল হিমেল, সহ -সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক তম্ময় গোলদার, কার্য নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মো. বিল্লাল বিশ্বাস প্রমুখ। মানববন্ধনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
Leave a Reply