মাদারীপুর নবনির্মিত ৪ তলা নতুন দুটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা উচ্চ বিদ্যালয় নবনির্মিত ৪ তলা নতুন একাডেমিক ভবন এরপর ঝাউদি শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা নতুন একাডেমিক ভবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাদারীপুরের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর মাহমুদ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেনসহ আওয়ামী লীগ সহ জেলা-উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।