বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

মাদারগঞ্জে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২৭৫ বস্তা সার জব্দ মালিক পলাতক

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

জামালপুরের মাদারগঞ্জে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৭৫ সার ও বিপুল পরিমান অবৈধ কিটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলামের নেতৃত্বে ও মডেল থানা পুলিশের সহযোগীতায় চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড়ের সুলাইমানের দোকান এ থেকে সার ও কিটনাশক জব্দ করা হয়।

জব্দকৃত সারের মধ্যে ১২৫ ইউরিয়া, ১২৬ ডিএপি, ১২ এমওপি, ১২ টিএসপি সার রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করা হয়েছে। সার মজুদ রাখার ঘটনায় অভিযুক্ত সুলাইমান পলাতক রয়েছে।

তিনি গোলারমোড় এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি বিভিন্ন জায়গায় থেকে সার মজুদ করে রাতের আধারে বগুড়ার সারিয়াকান্দিতে পাচার করতো বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড় এ সুলাইমানের দোকানে অভিযান চালিয়ে ২৭৫ বস্তা সার ও বিপুল পরিমান অবৈধ কৃটনাশক জব্দ করি।

অভিযানের সময় অভিযুক্ত সুলাইমানকে পাওয়া যায়নি। মোঃ শাহাদুল ইসলাম আরো বলেন,জব্দকৃত সার ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে নায্যমূল্যে বিক্রি করা হবে। বিক্রিকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category