শেখ সুমনা মুস্তারী
আজকের আকাশ না জেনে দিল দ্বার,
পলাশীর মাঠ ভরা ছিল রাজাকার।
আকাশ ছিল থমথমে,গাঢ় অন্ধকার।
সেপ্টেম্বর জানতে হবে আগস্ট কালো রাতকে,
জানতে হবে রাজাকারের জাতকে!
স্বাধিণতার ঘোষক বঙ্গবন্ধু
তুমি আর একবার আসো,
আর একটি ঘোষণা দাও,
দেশকে রাজাকার মুক্ত করবার।
Leave a Reply