মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, বাগেরহাট কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দুইদিন ব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), বাগেরহাট এর ১ম, ২য়, ৩য় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ৯ ও ১০ ই মার্চ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ (১০-০৩-২২) সমাপনী ও পুরষ্কার বিতরনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন ডাঃ শংকর কুমার ঘোষ; অধ্যক্ষ, ম্যাটস, বাগেরহাট।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল আমিন জুনিয়র লেকচারার, ম্যাটস বাগেরহাট, নাইমা ফেরদৌস, অবঃ জুনিয়র লেকচারার,ম্যাটস, বাগেরহাট সাইফুল ইসলাম, টিউটর ইন রেডিওগ্রাফি, জিল্লুর রহমান, টিউটর ইন ফার্মেসী। আরো উপস্থিত ছিলেন হাফেজ মাও. মাহবুর রহমান, ইমাম ও খতিব, মুনিগঞ্জ জামে মসজিদ, হাফেজ মাও. মুদদাসসির হোসেন ইমাম ও খতিব বাগেরহাট সদর হাসপাতাল জামে মসজিদসহ আরো অনেকে। এছাড়াও ম্যাটস বাগেরহাট এর সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
১ম দিনে উপস্থাপনা করেন রাজিব হোসেন ও জহিরুল হক। ২য় দিনে উপস্থাপনা করেন মোঃ মাহামুদুল হাসান ও রাজিব হোসেন।
উক্ত অনুষ্ঠানের প্রতিযোগিতায় ১ম দিনে ছাত্রদের জন্য প্রতিযোগিতার বিষয় ছিল কুরআন তিলাওয়াত (হাফেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী), কুরআন তিলাওয়াত (সাধারণ শিক্ষার্থী), ইসলামী সংগীত। অনুষ্ঠানের ২য় দিনে ছাত্রীদের জন্য ইসলামিক কুইজ, কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে সমাপনী বক্তব্য ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
Leave a Reply