ভাই বোনের সম্পর্কের মতো মধুর সম্পর্ক হয়তো আর হয় না। এই সম্পর্কে যতটা খুনসুটি থাকে, ততটাই থাকে ভালবাসা। এই সম্পর্কে ঝগড়ার হয়তো বিশেষ কোনও কারণ থাকে না। আবার ঝগড়া হওয়ার পর খুব বেশি ক্ষণ একে অপরের থেকে দূরেও থাকা যায় না।
ভাই বোনের সম্পর্কে ছোটবেলায় ঝগড়া খুব বেশি চিন্তার কারণ হয় না। কিন্তু বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি ঝগড়ার পরিমাণও বৃদ্ধি পায় তা হলে তা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এতে সমস্যা জটিল থেকে জটিলতর হতে পারে। এই সমস্যার সমাধান করতে কিছু উপায় রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে ভাই বোন এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যে সম্পর্ক মধুর থাকবে।
১) ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ভাই-বোনের একটি যৌথ ছবি টাঙাতে হবে। এতে ভাই-বোনের সম্পর্ক মধুর হয়।
২) বাড়ির ছোটদের যে কোনও জিনিস বা খেলার সামগ্রী সব সময় উত্তর দিকে রাখতে হয়। তা হলে ছোটবেলায় এই সম্পর্ক খুব ভাল থাকে।
৩) বাড়ি বা ঘরের দক্ষিণ দিকে কোনও ভারী লোহার জিনিস বা যে লাল বা কমলা রঙের কোনও জিনিস একদম রাখা যাবে না।
৪) বাড়িতে রান্নাঘর যেন দক্ষিণ-পশ্চিম কোণে হয়। তা হলে বাড়ির সকলের সম্পর্ক খুব ভাল থাকে। বিশেষ করে ভাই-বোনের সম্পর্ক খুব ভাল থাকে। রান্নাঘর যদি অন্য কোনও কোণে হয় তা হলে ভাই-বোনের সম্পর্কের মধ্যে খুব শীঘ্র চিড় ধরতে দেখা যায়।
৫) বাড়িতে খুব বেশি পরিমাণে সাদা রঙের ফুল গাছ লাগানোর চেষ্টা করুন।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
আলোকিত জনপদ টুইটার আইডিটি ফলো করুন
https://twitter.com/alokito_janapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
https://www.youtube.com/channel/UCNzUOMDlhwvg5q6Mu_x3khQ
Leave a Reply