মো.সবুজ রানা টাংগাইল জেলা প্রতিনিধি
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে স্মার্ট আই.ডি কার্ড বিতরণ করা হয়। পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন অফিসের কর্মকর্তা মোঃআব্দুল বাতেন, আরো উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউনিয়নের ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃছিদ্দিকুর রহমান, ও পাকুটিয়া ইউনিয়নের আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মোঃশামীম খান। নির্বাচন অফিসের কর্মকর্তা আব্দুল বাতেন বলেন করোনা পাদুর্ভাব এর জন্য নাগরপুরে২য় ধাপে স্মার্ট আই.ডি কার্ড বিতরণ করতে কিছুটা সময় বেশি লেগে গেছে গেছে। তিনি আরো বলেন স্মার্ট কার্ড সুষ্ঠ ভাবে বিতরণ করা হচ্ছে।