বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের অধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান চালায়।
অভিযানকালে কৌশিক (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ঢাকা–কুয়াকাটা রুটে একটি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থেকে গাঁজা পরিবহন করে আসছিলেন বলে স্বীকার করেন।
অভিযান শেষে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের বিশেষ ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন