মাদারীপুরের রাজৈরের হাসানকান্দিতে মাদ্রাসার ছাত্রী মিথিলা আত্ন হত্যায় প্ররোচনায়কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে এলাকায়বাসী ও মাদ্রাসার ছাত্রীরা।
(২৪ জানুয়ারি শনিবার) সকাল ১১টায় মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী টুটুলের মোর এলাকায় বাইতুল সুন্নাত মহিলা মাদ্রাসার সামনে এলাকায়বাসীর আয়োজনে এ মানববন্ধন করে স্থানীয়রা। এসময় উপস্থিত সবাই বিচার চাই,বিচার বিচার চাই বলে স্লোগান দিতে থাকেন ও মিথিলার আত্ন হত্যার পিছনে প্ররোচনায়কারিদের বিচার দাবী করেন।
এসময় বক্তরা জানান, আরবী ইসলাম, সাইমন হাওলাদার, সোহরাব হাওলাদার ও রুনী বেগমের শাস্তি দাবী করেন।
স্থানীয় আরোও জানান, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তা করে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা।
মিথিলার মাকসুদা বেগম বলেন, জানুয়ারির ৯ তারিখে আমার ঘরের ভিতরে প্রবেশ করে আরবী, সাইমন, সোহরাব ও রুনি ওরা আমার মেয়েক খারাপ ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় যে বাসা থেকে বের হলে এসিড দিয়ে জালিয়ে দিবে। এই ভয়ে ও মানসিক চাপে মিথিলা আত্মহত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
ইশিবপুর ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম শরীফ বলেন, ১০ পাড়া কোরআনের হাফেজা মিথিলাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। মিথিলার পরিবার দুর্বল হওয়ায় ওরা এই পরিবারকে উল্টো ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি।
উল্লেখ গত ১০ জানুয়ারি শুক্রবার সকালে হাসানকান্দি নিজ ঘরের ভিতর থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী মিথিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার।
মন্তব্য করুন