আগামী ১২ ফ্রেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর – ৩ মেলান্দহ ও মাদারগঞ্জ আসনে ১০ দলীয় জোট মনোনিত প্রার্থী অধ্যাপক আলহাজ্ব মজিবুর রহমান আজাদী এর দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষ মাদারগঞ্জে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ইউনিয়নের তেঘরিয়া বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তেঘরিয়া বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেঘরিয়া শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়৷ এসময় জামালপুর – ৩ ( মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান আজাদীর পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকারিয়া আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ নুর মুহাম্মদ লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোঃ শাহীনুর রহমান,জাতীয় যুব শক্তি জামালপুর জেলা শাখার যুগ্ন সদস্য সচিব আরিফুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি রমজান আলীসহ অনেকে। এসময় ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন