আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, গোপালগঞ্জ -১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, গোপালগঞ্জ জেলা পুলিশ সিনিয়র এএসপি মোঃ হাসানুর রহমান, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মুনতাসীর মামুন গৌরব, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে সকল প্রার্থীদের করণীয়, অকরণীয় এবং বিধিনিষেধ সম্পর্কে প্রাথমিক আলোচনা এবং ধারণা প্রদান করা হয়।
মন্তব্য করুন