
গোপালগঞ্জ-১ আসনে মুকসুদপুর উপজেলার সাবেক দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কাবির মিয়ার আর কোনো আইনি জটিলতা থাকল না। জানা গেছে, গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রাপ্ত এই প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে আগে কাবির মিয়ার মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করলে আদালতের আদেশে তার প্রার্থিতা ফিরে আসে।
এদিকে গোপালগঞ্জ-১ আসনে কাবির মিয়া ছাড়াও আরও কয়েকজন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত সেলিমুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, জামায়াতে ইসলামী মনোনীত আব্দুল হামিদ মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মিজানুর রহমান।
মন্তব্য করুন