আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে খুলনার কয়রায় এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” বিশেষ করে শিক্ষা ও প্রশাসনের সমন্বয়ে নির্বাচনী কার্যক্রম সফল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারাম বিল্লাহ। এছাড়া আরও বক্তব্য রাখেন প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের কর্মকর্তা জি এম লোকমান হোসেন, কয়রা প্রেস ক্লাবের সভাপতি মো. সদর উদ্দীন আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, মৃন্ময় কুমার মন্ডল এবং প্রধান শিক্ষক শহীদ সরোয়ার।
প্রধান শিক্ষক নুরুল আমিন খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় কয়রা উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন। সভায় গণভোটের প্রক্রিয়া, নির্বাচনী আচরণবিধি এবং ভোটারদের সচেতন করার বিষয়ে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে এবং নির্বাচনী পরিবেশ উৎসবমুখর রাখতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন