গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে দুস্থ মহিলা খাদ্য সহায়তার উপকারভোগীদের নিয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে প্রচারণা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে, বাটিকামারী কলেজে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা তথ্য আপা শতাব্দী বিশ্বাস, বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবাদত মাতুব্বরসহ দুস্থ মহিলা খাদ্য সহায়তার উপকারভোগীরা।
মন্তব্য করুন