রাজৈর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল কবির ও দৈনিক প্রতিদিনের কাগজের উপজেলা প্রতিনিধি শহিদুল আলম টুকুর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগাহ মাঠের সামনে রাজৈর প্রেস ক্লাবের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
রাজৈর প্রেস ক্লাবের সহ সভাপতি এ্যাড. গৌরাঙ্গ বসুর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুল হক সনেটের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রশান্ত কুন্ডু, সাপ্তাহিক সুবার্তার সম্পাদক ও প্রকাশক শেখ মোস্তাফিজুল হক, রাজৈর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শেখ সাজেদুল হক বোরাক, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুবল মজুমদার, কার্যকরী সদস্য সুবাইল খন্দকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা শাখার সভাপতি এস এম ফেরদাউস হোসাইন, সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল শিকদার ও দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি বিনয় জোয়ার্দার।
উপস্থিত ছিলেন রাজৈর নিউজের সম্পাদক ও প্রকাশক ই এইচ ইমন, মোঃ সাহাদাত হোসেন, মেহেদী হাসান সোহেল, মোঃ আলী শেখ, বিপুল দাস, আবুল হাসান, জয়ন্ত বনিক প্রমুখ।