
স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগেছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত ২৮ ডিসেম্বর সকালে নিজ বাসায় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাত লাগে, ফলে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তৌসিফ আহমেদ শঙ্কামুক্ত বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার তিনি বাসায় ফিরেছেন। এখন সেখানেই পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা ও বিশ্রামে আছেন।
নিজের অবস্থার কথা জানিয়ে তৌসিফ বলেন, সকালে হঠাৎ মাথা ঘুরে তিনি পড়ে যান এবং এরপর আর কিছু মনে নেই। রক্তপাত দেখে তাঁর স্ত্রী আশপাশের মানুষদের খবর দিলে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক দিন তাঁকে লাইফ সাপোর্টেও থাকতে হয়েছে। চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় কিছুটা সুস্থ বোধ করলে তিনি বাসায় ফেরেন।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন এই শিল্পী। অসুস্থতার কারণে আগের মতো নিয়মিত কাজ করাও সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হন; ২০২২ সালের এপ্রিল মাসে তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল।
মন্তব্য করুন