ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পারিবারিক অভিমানের জেরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তন্দ্রা দাস (১৫) জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমির ছাত্রী। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী দত্তপাড়া গ্রামের তাপস দত্তের কন্যা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা তাকে নিজ কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে তন্দ্রা তার কক্ষে যায়। সকাল প্রায় ৮টার দিকে খাবারের জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাষ চন্দ্র অধিকারী জানান, তন্দ্রা একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি ইউডি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন