বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

হবিগঞ্জ জেলায় টমটম গ্যারেজে অবৈধ সংযোগ” গিলে খাচ্ছে বিদ্যুতের বিশাল একটি অংশ

মীর দুলাল, হবিগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৪১ Time View
8
দেশের বিদ্যুৎ এর বড় একটি অংশ গিলে খাচ্ছে ব্যাটারিচালিত টমটম অটো রিক্সা। রাত ৮ টার পরে শপিংমল বিপনী বিতান দোকান রেস্তোরাঁ বন্ধ থাকলে ও বন্ধ হচ্ছে না টম টম গ্যারেজ। রাত বরে চার্চজে থাকে গ্যারেজ গুলিতে শত শত টমটম অটো রিক্সা! দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সাশ্রয় এর জন্য এই টম টম রিকশা বন্ধের কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি।
চালকদের দাবি, এলাকার প্রভাবশালীদের সহায়তায় টাকার বিনিময়ে কাঙ্ক্ষিত কার্ড পেলেই চালানো যায় অটো রিক্সার ও টম টম । স্থানীয় অভিযোগ, ওপর মহলের কিছু কর্মকর্তার কারণে ব্যাটারিচালিত অটো রিকশা টম টম বন্ধ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, শহরের ক্যানসাররূপী এই টম টম ও অটো রিকশা বন্ধই একমাত্র সমাধান নয়।
হবিগঞ্জ জেলায় শুধু ব্যাটারিচালিত টমটম অটো রিকশা আছে প্রায় অর্ধলক্ষাধিক! পরিসংখ্যান বলছে, টম টম অটো রিকশা প্রতিদিন চার্জ বাবদ খরচ করছে পাঁচ ইউনিট বিদ্যুৎ; যা মাসে দাঁড়ায় ১৫০ ইউনিটে। এই বিদ্যুৎ দিয়ে এক মাস চলতে পারত একটি ছোট পরিবার।
দেশে বিদ্যুতের এই ঘাটতির দিনেও এসব যান নিয়ে কোনো মাথাব্যাথা নেই কারোরই। কিছু জন প্রতিনিধি এগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অবৈধ লাইন্সেস বিহীন এই অটো রিকশা টম টম উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি। বিশেষজ্ঞরা জানান, ডিজিটালাইজেশনের যুগে কোনো সুবিধা বাদ না দিয়ে সমন্বয় করে এগিয়ে যেতে হবে।
এই টম টম ও রিকশাগুলো বিদ্যুৎতের চার্জারের মাধ্যমে চার্জ হচ্ছে। হবিগঞ্জ শহরে প্রায় ৫০ টির ও বেশি টমটম গ্যারেজ রয়েছে। চার্জারের ইফিসিয়েন্সি একটা বিশাল ব্যাপার। বিশেষজ্ঞদের মতে এটার গ্রহণযোগ্যতা সমাজে এত বেশি হয়ে গেছে, কাজেই এটাকে সহজে নিষিদ্ধ করা যাবে না এর বিকল্প ব্যবস্থা না করে। শুধু বিদ্যুতই না, দুর্ঘটনা বৃদ্ধি ও যানজট তৈরি করছে ব্যাটারিচালিত টমটম অটো রিকশা। তাই দ্রুত এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের!

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category