
নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে ৮ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। বিসিবি কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আজ বোর্ড তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বৃদ্ধি করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, জাহানারাকে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল। তবে তিনি আরও সময় চেয়েছেন, তাই বিসিবি সময়সীমা বাড়িয়েছে।
প্রাথমিক তিন সদস্যের কমিটিতে প্রধান আহ্বায়ক ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। অন্য দুই সদস্য ছিলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। পরে কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ করা হয়। নতুন সদস্য হিসেবে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।
বিসিবি জানিয়েছে, ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাওয়ার আশা করছে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
মন্তব্য করুন