বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

ছোট ছেলেকে নিয়ে কেন অপরাধবোধে ভোগেন কারিনা

বিনোদন ডেস্ক, আলোতিক জনপদ
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ Time View
কারিনা কাপুর ও তার ছোট ছেলে জেহ
8

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর-সাইফ আলী খান। সম্প্রতি তাদের ছোট ছেলে জাহাঙ্গীরের জন্মদিন উদযাপন করা হয়। তিন বছর পূর্ণ করল এই স্টারকিড। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজন করেন সাইফ-কারিনা। তবে ছোট ছেলেকে নিয়ে অপরাধবোধে ভোগেন এই অভিনেত্রী।

 

তিন বছরের জন্মদিন উপলক্ষে নতুন সাজসজ্জায় সারাদিন হইহই করতে দেখা যায় জাহাঙ্গীরকে। নানা রণধীর কাপুরের বাড়িতেই বসেছিল তার জন্মদিনের আসর। কিন্তু সবকিছু ভালোভাবে সম্পন্ন হলেও ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যেই অপরাধবোধে ভোগেন কারিনা। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী।

 

বাবা-মা দুজনই তারকা। তাই সবসময় সন্তানদের কাছাকাছি থাকতে পারেন না তারা। বাবা-মায়ের সঙ্গ ছাড়াই বড় হতে হবে, এতদিনে এসব বুঝে গেছে বড় ছেলে তৈমুর।

 

কারিনা বলেন, ছোট ছেলে জাহাঙ্গীরও এখন ভাইয়ের সঙ্গে থেকে থেকে অনেক কিছুই শিখছে। তবু জাহাঙ্গীরকে সময় দিতে না পারলে মন খারাপ হয় আমার। জাহাঙ্গীরের জীবনের প্রথম কনসার্টে থাকতে পারিনি। সে জন্য ভীষণ অপরাধবোধে ভুগী।

 

অভিনেত্রী আরও বলেন, জাহাঙ্গীরের যখন কনসার্ট ছিল, তখন একটা বিজ্ঞাপনের শুটিংয়ে আমি ব্যস্ত ছিলাম। সাইফ ওর পরবর্তী সিনেমার রিহার্সাল ব্যস্ত ছিল। তবু সাইফই সামলান ছেলের কনসার্টের দিনটা।

 

কারিনার ভাষ্য, প্রথমবার মিস করলেও পরের বছর ছেলের সঙ্গে ওর অনুষ্ঠান দেখতে যাবেন তিনি। কারণ, এই অপরাধবোধ নিয়ে সারাজীবন থাকতে পারবেন না এই অভিনেত্রী। এছাড়াও ছেলের জীবনের আনন্দের মুহূর্তগুলোর সাক্ষী থাকতে চান কারিনা।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category