রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
১৮ জানুয়ারী ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৮

গণভোটে অবশ্যই সবাইকে অংশ নিতে হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালন ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের “হ্যাঁ” বলতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন, সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে বাঁক আছে, সেই বাঁকটাকে শাসকগোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। এই গণভোটে অবশ্যই সবাই অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের হ্যাঁ বলতে হবে।

রবিবার (১৮ জানুয়ারী) বিকালে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসনের কার্যলয় হতে উপদেস্টার নেতৃত্বে গণভোট প্রচারে জেলা শহরে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। যা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন করে মতবিনিময় সভার স্থান জেলা শিল্পকলা অডিটোরিয়া এসে শেষ হয়।

উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান আরও দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্যই গণভোট। তিনি বলেন, আসন্ন গণভোট জাতির ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য দেশের টেকসই পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ সুচক ভোটে অংশগ্রহণ করা সকল সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

ওই সভায় উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার পর থেকে রাষ্ট্র ক্ষমতাসীনদের কথায় পরিচালিত হয়েছে। এবার সুযোগ এসেছে রাষ্ট্রের মালিকানা জনগণের বুঝে নেওয়ার। নিজেদের সাংবিধানিক মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে গণভোটে অংশ নেওয়ার বিকল্প নেই। তিনি আরো বলেন, শুধু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা উন্নয়ন না। মানুষকে শান্তিতে থাকতে দেওয়া, মত প্রকাশের অধিকার দেওয়াই আসল উন্নয়ন।

উপদেষ্টা আরো বলেন, গণভোটে ১১ টি প্রশ্ন রয়েছে। প্রত্যেক প্রশ্নে আপনাদের চাওয়া, আপনাদের মনের কথার প্রতিফলন ঘটেছে। দেশের নিরপেক্ষ ও গুণী লোকদের মাধ্যমে গঠিত সংস্কার প্রস্তাবগুলো আপনাদের অধিকার নিশ্চিতের জন্য। তাই গণভোটে অংশ নেওয়া এবং সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেওয়া সকলের নৈতিক দায়িত্ব।

দেশকে এগিয়ে নিতে পরিবর্তনের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এদেশে আর কোন একচ্ছত্র ক্ষমতার দানব তৈরি করতে না চাইলে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান’এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক (যুগ্নসচিব) মোঃ আবু জাফর বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর মাহমুদ শরীফ, জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফুল কবির সরকার ও নীলফামারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলিফ সিদ্দিক প্রান্তর। মতবিনিময় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুবাশ্বিরা আমাতুল্লাহ।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, আমরা সকলে মিলে দেশ পরিচালনা করতে চাই। দীর্ঘদিন ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার সুযোগ আর দেয়া যাবে না। জনগণের ক্ষমতা বুঝে নেওয়ার এবারই মোক্ষম সময়।, আপনারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি নিজের পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। এ সময় তিনি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য উপস্থিত সকলকে গণভোটে অংশে নেওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১০

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

১১

ইসলামী আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্য সঠিক নয়: জামায়াতের বিবৃতি

১২

খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রীতে পরিণত হয়েছিলেন: নূরুল কবীর

১৩

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

১৪

হাইকোর্টের আদেশে বৈধ হলো গোপালগঞ্জ-২ আসনে রিয়াজ সারোয়ারের প্রার্থিতা

১৫

বাসের ভেতরে নারী গণধর্ষণ চালকসহ তিনজন গ্রেফতার

১৬

ঢাকা-১৯ আসনে জামাত জোটের প্রার্থী পরিবর্তন,নেতাকর্মীদের আলোচনা-সমালোচনা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপি পাচ্ছে ৩০টি আসন

১৮

রাজৈরের কামালদী ব্রীজে ব্যাংক ডিএসআরের ২৪ লাখ টাকা ছিনতাই

১৯

নরসিংদীর শিবপুরে ভালোবাসার স্বপ্ন চিনাদীর উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত

২০