গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বাটিকামারী ইউনিয়ন বিএনপির আয়োজনে, কহলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি আওয়াল ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবায়ের মাতুব্বরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সদস্য মোয়াজ্জেম হোসেন মিন্টু, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবাদত মাতুব্বর, বিএনপি নেতা বাবু ফকির প্রমূখ।
এসময় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।
মন্তব্য করুন