মাদারীপুর জেলা প্রতিনিধি
২ জানুয়ারী ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

মাদারীপুরে জেলা মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত

মাদারীপুর জেলা মডেল মসজিদ। ছবি : সংগৃহীত
১৫২

মাদারীপুরে শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি মসজিদে সমবেত হয়ে প্রথম জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা মো. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান ও জুয়েল আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শুরু হলেও নানা জটিলতার কারণে মূল ভবন নির্মাণে বিলম্ব ঘটে। ভবন নির্মাণ শেষ হওয়ার পর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এক পক্ষ পুরোনো মসজিদের ইমামকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগের পক্ষে থাকলেও অন্য পক্ষ পুরোনো ইমামকেই মডেল মসজিদের ইমাম হিসেবে রাখার দাবি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলতে থাকে এবং উভয় পক্ষই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে।

পরবর্তীতে নতুন জেলা প্রশাসক হিসেবে জাহাঙ্গীর আলম যোগদানের পর মসজিদটি চালুর উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি খুলে দেওয়া হয়।

মুসল্লি রিপন মিয়া বলেন, “অনেক আগেই মসজিদের ভবন নির্মাণ শেষ হলেও ইমাম নিয়োগসহ নানা কারণে এতদিন নামাজ আদায়ের সুযোগ ছিল না। আজ জুমার নামাজ আদায় করতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।”

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ইমাম নিয়োগ সংক্রান্ত সমস্যার কারণেই এতদিন উদ্বোধন সম্ভব হয়নি।

জেলা মডেল মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, “জুমার নামাজের মাধ্যমে আজ মসজিদটির উদ্বোধন করা হয়েছে। ইমাম নিয়োগ নিয়ে দীর্ঘদিন সমস্যা থাকায় উদ্বোধনে কিছুটা দেরি হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে মসজিদটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বছরের প্রথম শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি খুলে দেওয়া হলো।”

তিনি আরও জানান, ইমাম ও খতিব নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত দ্রুত একজন খতিব নিয়োগ দেওয়া হবে, যিনি শুক্রবার জুমার নামাজ পরিচালনা করবেন। পুরোনো ইমাম পাঁচ ওয়াক্ত নামাজ পরিচালনা করবেন কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

ইসলামী আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্য সঠিক নয়: জামায়াতের বিবৃতি

খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রীতে পরিণত হয়েছিলেন: নূরুল কবীর

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

হাইকোর্টের আদেশে বৈধ হলো গোপালগঞ্জ-২ আসনে রিয়াজ সারোয়ারের প্রার্থিতা

বাসের ভেতরে নারী গণধর্ষণ চালকসহ তিনজন গ্রেফতার

ঢাকা-১৯ আসনে জামাত জোটের প্রার্থী পরিবর্তন,নেতাকর্মীদের আলোচনা-সমালোচনা

১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপি পাচ্ছে ৩০টি আসন

১১

রাজৈরের কামালদী ব্রীজে ব্যাংক ডিএসআরের ২৪ লাখ টাকা ছিনতাই

১২

নরসিংদীর শিবপুরে ভালোবাসার স্বপ্ন চিনাদীর উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত

১৩

নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করা হবে: মো আরিফ-উজ-জামান

১৪

শার্শা বাহাদুরপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠি

১৫

পীরগঞ্জে ভূয়া এতিম বানিয়ে সমাজ কল্যাণ থেকে টাকা উত্তোল

১৬

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হলেন মোহাম্মাদ আলী তোহা

১৭

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার সাত

১৮

মুকসুদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

১৯

সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ

২০