গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারী জায়গার গাছ কর্তন এবং সেখানে দেয়াল নির্মাণ করায় মো: জাফর শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত জাফর শেখ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শাশুনীয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শাশুনীয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, পুরাতন মুকসুদপুর ও পশারগাতী ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত সময়ে দেখা যায়, মো: জাফর শেখ সরকারী জায়গার গাছ কর্তন এবং সেখানে দেয়াল নির্মান করেছেন যা দন্ডনীয় অপরাধ। এসময় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন