গোপালগঞ্জে মটর শ্রমিক নেতা সাইদুর রহমান বাসু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর রায় ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।
আজ বুধবার (২৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় প্রদান করেন। রায়ে ৫ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বাকি ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ৩০২ ও ৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. বুলবুল শেখ ২. হেদায়েত শেখ ৩. তফসির শেখ (পলাতক) ৪. ঝন্টু শেখ (পলাতক) ৫. কিবরিয়াল কাজী। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড টটকার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অপর ৪ আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন: মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) এবং প্রিন্স খাঁ।
এছাড়া মামলার বাকি ১১ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন: ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আকরাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ।
মন্তব্য করুন