মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
কালকিনি উপজেলার মাছবাজার এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে। এসময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরো ৬ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।জব্দকৃত মোটরসাইকেল গুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
কালকিনি আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতি ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ ও ৬ জন মোটরসাইকেল চালককে অর্থদন্ড প্রদান করা হয়।
কালকিনি আর্মি ক্যাম্পের উদ্যোগে পরিচালিত অভিযানে কালকিনি থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।
মন্তব্য করুন