রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো: রংপুরে ডা: শফিকুর রহমান

২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এসে প্রথমে ওখানে কুড়াল দিয়ে তিস্তাতে আঘাত করবো। তিস্তাকে সজিব করা হবে। তিস্তা সজিব হলে উত্তরাঞ্চলের মানুষ সজিব হবে।উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই। আমরা কথা রাখতে চাই। আমরা রাজনীতির জন্য কথা বলতে চাই না।

শুক্রবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমরা বেকার ভাতা দিতে চাই না, বেকারের কারখানা বানাতে চাই না। বেকারত্ব ঘোছাতে চাই। তাই বেকার ভাতার পরিবর্তে মর্যাদা সম্পন্ন কাজ দিতে চাই। যোগ্যদের যোগ্য মতে কাজের ব্যবস্থা করে দিতে চাই। তিনি আরো বলেন, আমরা কথা দিলে কথা রাখি। ৫ আগস্টের পর কথা দিয়েছিলাম, আমরা মামলা বানিজ্য করবো না। আমার হাজার হাজার মামলা করি নাই। আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলি নাই, তোমার নামটা ভুলে মামলায় ঢুকে গেছে, বের করতে হলে কিছু খাজনা দিতে হবে। আমরা কোন নিরীহ ও নিরাপরাধ মানুষকে জেলের ভাত খাওয়াতে চাই না।
জামায়াতের আমীর বলেন, ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ধর্ম অন্তরের আবেগের বিষয়। আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। অনেকে বলে কেমন হবে বাংলাদেশ। বলতে চাই, আমরা দেশকে ইরান, পাকিস্তান, আফগানিস্তান বানাতে চাই না। আমরা গর্বের বাংলাদেশ বানাতে চাই।
তিনি বলেন, রংপুরের মানুষ এতো ভালো যে, নিজেদের দাবীটাও ভালোভাবে বলতেপারে না। তাই বলে আমরা সৎ ভাইয়ের আচরণ করতে পারি না। রংপুর তথা উত্তরাঞ্চল শষ্য ভান্ডার। তাই এগ্রোভিত্তিক কলকারখানা তৈরী করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের বিপ্লব ঘটাতে হবে। উত্তরবঙ্গ হবে কৃষি বিপ্লবের রাজধানী। এজন্য কৃষি ভিত্তিক ভার্সিটি করা হবে। কলকারখানা করা হবে। বিদেশেী বিনিয়োগ হবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত হউক।
তিনি আরো বলেন, আমরা সরকার পরিচালনায় দক্ষ তা ইতিপূর্বে প্রমাণ দিয়েছি। আমাদের তিনভাই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই। তারা সততার সাথে ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় মহানগর জামায়াতের সভাপতি এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর ও রংপুর-২ আসনের প্রার্থী এ টিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর ৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও রংপুর ৩ আসনের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, জেলা জামায়াতের আমীর ও রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগতুল্লাহ সিগবাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ১০ দলীয় নির্বাচনী জোটের রংপুরের ৬ টি সংসদীয় আসনের প্রার্থীদের সবার কাছে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন

কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ৪ মোটরসাইকেল জব্দ,৬ জনকে জরিমানা

রাজৈরে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত

মুকসুদপুরে রাতের আঁধারে সরস্বতী মূর্তি ভাংচুরের অভিযোগ

সাংবাদিকতার স্বার্থে দলীয় পদ ছাড়লেন ইমরান শেখ

সাভারে অটো রিকশা চালকদের সড়ক অবরোধ,ওসির অনুরোধে প্রত্যাহার

সাভার বিরুলিয়া কালিয়াকৈর রোডে রাস্তায় গাছ ফেলে ভোর রাতে ডাকাতি 

রাজৈরে ঐতিহাসিক ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে

প্রশাসন নিরপেক্ষ থাকবে, গুলির ভয় নয়—টেলিফোন মার্কায় ভোটের আহ্বান লুটুলের

স্মৃতিতে অম্লান মোস্তফা গোলাম কুদ্দুস

১০

উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো: রংপুরে ডা: শফিকুর রহমান

১১

মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল অনুষ্ঠিত

১২

আশুলিয়ার নিষিদ্ধ পশুর মাংস বিক্রির অভিযোগ

১৩

মুকসুদপুরে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা

১৪

কয়রায় নৌবাহিনীর ফুট পেট্রোলিং ও সচেতনতামূলক প্রচারণা

১৫

নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক

১৬

রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৭

জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন

১৮

গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন

১৯

নড়াইলে দুটি আসনে প্রতীক পেলেন ১৫ জন

২০