আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ৮ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজারে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply