আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ৮ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজারে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত