গত০৯/১০/২০২০ ইং রহনপুর রের স্টেশন রহনপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের কতাপয় পুলিশ ঃমোহাঃ আব্দুর রহমান; বয়স আনুমানিক দশ(১০) বছর কে পান। তাঁরা শিশুটিকে নিয়ে রেলষ্টেশনে উপস্থিত জনগণের সাথে কথা বললে উক্ত জনগণ জানান যে, শিশুটি তার নাম আব্দুর রহমান, পিতাঃ আব্দুল মান্নান ছাড়া তার কিছুই বলতে পারছে না।এ অবস্থা দেকে পুলিশ শিশুটিকে রহনপুর পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখেন।চার দিন ফাঁড়ি হেফাজতে রাখার পর শিশুটিকে গত ১৩/১০/২০২০ ইং তারিকে জেলা প্রবেশন কর্মকর্তা জনাব আখিনুর এর ম্যাধমে শেখ রাশেল শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জে রেফার করে। শিশুটিকে একক ভাবে কাউন্সিলিং করা হলে এক পর্যায়ে শিশুটি বলে তার গ্রামের নাম গৌরিপুর,ডাকঘরঃ মহিষ ডাঙ্গা,থানাঃ ললডাঙ্গা,জেলা ঃনাটর।কিন্তু বর্তমানে তারা সপরিবারের ঢাকা গুলশান নতুন বাজার এলাকায় বসবাস করছে।শিশুটির বরা ঠিকানা অনুযায়ী যোগাযোগ করােহলে তথ্যের সত্যতা পাওয়া যায়।পরিবারের সাথে যোগায়োগ করা হলে শিশুটির পিতা প্রয়োজনিও কাজগ পত্র নিয়ে সেন্টারে উপস্থিত হয়। এর পর ১৪/১০/২০২০ ইং শিশুটিকে উপপ্রকল্প পরিচাল ( অ: দা), জনাব কাঞ্চন কুমার দাস, সেন্টারের অন্যান্য কর্মকর্তা/ কর্মচারি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে তার পিতার কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply