নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগের ফলের ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশের দাবি বিগত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনার্স (স্নাতক) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চতুর্থ বর্ষ (অনার্স) পরীক্ষা চলাকালে করোনা মহামারির কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে পাঁচটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এই পাঁচ বিষয়ের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে বাকি বিষয়ের ইনকোর্স পরীক্ষার নম্বর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হোক। মৌখিক ও বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও গড় পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করার দাবি জানান শিক্ষার্থীরা।
Leave a Reply