হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস – ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও জেলা বাজার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস – ২০২০ উপলক্ষে আলোচনা সভার শেষে
পরবর্তীতে বেলা ১২ টার সময় জেলা বাজার উপদেষ্টা কমিটি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার । এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আলু,চাল,পেঁয়াজ ও সব্জীরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং নিরাপদ সব্জীর, কৃষক বাজার ও প্রকল্পের আওতায় এসেম্বল সেন্টার নির্মাণের লক্ষ্যে ভূমি বরাদ্দসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, জেলা মার্কেটিং অফিসার মো : সহিদুল ইসলাম, ভোক্তার সহকারী পরিচালক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ, চেম্বারের সদস্য ও জেলা বাজার কমিটির সদস্যগণসহ অন্যান্য সদস্য…
Leave a Reply