হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : মঙ্গলবার ১৩ অক্টোবর সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা পৌরসভাধীন বড়বাজার, দাসপাড়া, তালতলা সহ বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার নির্মিত ও নির্মীয়মাণ প্রতিমাগুলো এবং পূজামণ্ডপ স্থান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান।
এ সময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান পূজামণ্ডপ সংশ্লিষ্ট কমিটিকে স্বাস্থ্যবিধি মেনে এই উৎসব পালনের ক্ষেত্রে সরকারি প্রয়োজনীয় নির্দেশাবলী ও বিধি নিষেধ সম্পর্কে আলোকপাত করেন। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এর সাথে ছিলেন সদর থানার এস আই /একরামুল হুসাইন, এসআই /ভবতোষ রায়।
Leave a Reply