monetag
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মানিক মিয়া (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক মানিক ওই গ্রামের শহিজল ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে মানিক নিজের বাড়ীর পানির মোটর মেরামত করছিল। এসময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশপুরের ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply