
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের ফাঁসির দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর বাজারে গতকাল সোমবার (১২অক্টোবর) সন্ধ্যায় মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন ও আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার বাবুর সার্বিক সহযোগিতায় বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।
বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অনজন উর রহমান অনজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, মইনুল হোসেন মেম্বর, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি রওশন আলী, বাবুল আক্তার বাবু, আসাদুজ্জামান ডাবলু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি জুয়েল, শহিদুল ইসলাম বিপ্লব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আরাফাত সজীব প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল গাফ্ফার, যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুবলীগ ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনি আহম্মেদ, ছাত্রলীগ নেতা মশিউর রহমান রবিন ও খোকনসহ অনেকে। মানববন্ধনে কয়েকশত দলীয় নেতাকর্মী ও জনসাধারণ মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের প্রতিবাদ জানান।
Leave a Reply